নড়াইলে ত্রিমুখী সংঘর্ষ কেড়ে নিলো এক স্কুলছাত্রের প্রাণ , আহত ৬

১৯ আগস্ট, ২০২৫ - বিকাল ৬:৩৭
 0  8.6k
নড়াইলে ত্রিমুখী সংঘর্ষ কেড়ে নিলো এক স্কুলছাত্রের প্রাণ , আহত ৬

নড়াইলের সড়কে হৃদয়বিদারক দৃশ্য ত্রিমুখী সংঘর্ষ কেড়ে নিল এক স্কুলছাত্রের প্রাণ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-গোবরা-খুলনা আঞ্চলিক সড়কের মুচিদাহ মোড়ে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।

এতে প্রাণ হারান অপু বিশ্বাস (১৮), যিনি নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ও গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে সিকিরহাট যাচ্ছিল অপু।

এসময় বিপরীত দিক থেকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে ফিরছিলেন ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস।

ঠিক সেই মুহূর্তে একটি বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য মোটরসাইকেল ও ভ্যানের সাথে ধাক্কা দিলে মুহূর্তেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অপু বিশ্বাস।

দুর্ঘটনায় গুরুতর আহত হন সাকিব (২০), নারায়ন (২৮) ও যাত্রী সুকদেব (৫০)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোরের হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালকসহ আরও দুই যাত্রীকে স্বজনরা খুলনা হাসপাতালে ভর্তি করেছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. জামিল কবির জানান, “ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এখনো কোনো মামলা দায়ের হয়নি।”

হঠাৎ থেমে গেল একটি তরুণ প্রাণের স্বপ্নযাত্রা অপু বিশ্বাসকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে গোবরা গ্রামে।