নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

২০ আগস্ট, ২০২৫ - দুপুর ১:১৬
 0  595
নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ নূর নবী (২২), তিনি সদর থানার ভাটিয়া গ্রামের মোঃ আসলাম শেখের ছেলে এবং হিরো (৪২), সদর থানার বড়াশুলা গ্রামের মোঃ সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (২০ আগস্ট ২০২৫) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের মহিষখোলা গ্রামে বিএডিসি অফিসের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।