নড়াইলে পানিতে ডুবে ঝরে গেল দুই শিশুর প্রাণ

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পানিতে ডুবে আপন দুই ভাইবোনের করুণ মৃত্যু হয়েছে।
নিহতরা হলো—আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৬)।তারা স্থানীয় কৃষক ইকরামুল মোল্যার সন্তান ও বি. গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে বাড়ির পাশে ঘেরের পানিতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শিশু দুটি মায়ের অগোচরে পানিতে নামলে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খুঁজে পুকুর থেকে তাদের উদ্ধার করে।
তবে হাসপাতালে নেয়ার আগেই দুই শিশুই মারা যায়। এই মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও স্বজনরা আহাজারি করছেন।