বরগুনায় নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ

১৪ সেপ্টেম্বর, ২০২৫ - রাত ৭:৫৮
 0  410
বরগুনায় নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য হেনা বুলবুলির ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি পরিদপ্তর ও আমতলী থানা পুলিশ ।

পুলিশ জানায়, জব্দকৃত সারের মধ্যে ৪১ বস্তা ইউরিয়া এবং ২৩ বস্তা টিএসপি ও এমওপি রয়েছে। সারগুলো থানায় আনা হয়েছে।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, হেনা বুলবুলির স্বামী মজনু চৌকিদার ও ছেলে হাসান চৌকিদার দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছেন। গত সপ্তাহে তারা ১৫০ বস্তা সার সংগ্রহ করে বাড়িতে মজুদ করেন। এর মধ্যে ৮৬ বস্তা সার ইতোমধ্যে বিভিন্ন কৃষকদের কাছে বিক্রি করেছেন। 

আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাসেল বলেন, “মজনু চৌকিদার ও হাসান চৌকিদারের নামে কোনো ক্ষুদ্র লাইসেন্স নেই। তারা কৃষি অফিসের তালিকাভুক্ত ডিলার নন। অবৈধভাবে সার মজুদ ও বিক্রির কারণে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ইউপি সদস্য হেনা বুলবুলি দাবি করেন, তার ছেলে কীটনাশকের ব্যবসা করে এবং সার বিক্রির ক্ষুদ্র লাইসেন্সও রয়েছে। তবে জব্দের সময় লাইসেন্সের কোনো প্রমাণ দেখাতে পারেননি।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “অভিযানে জব্দ করা সার থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁন বলেন, “অবৈধভাবে সার বিক্রির সুযোগ নেই। ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।”