ঘর-ফসলের ক্ষতি, নিখোঁজ জেলেদের খোঁজ মেলেনি

Nov 19, 2023 - 21:12
 0  30
ঘর-ফসলের ক্ষতি, নিখোঁজ জেলেদের খোঁজ মেলেনি

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনায় ২০৫ টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিল্টন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী তাদের সহায়তা করা হবে বলে জানান জেলা প্রশাসক। 

এছাড়া চলতি মৌসুমে জেলায় চাষকৃত ফসলী জমির মধ্যে ৪৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিদ্যুৎ সংযোগ লাইনের ব্যপক ক্ষতি হলেও বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে সাগরে মাছ শিকার করতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ২৫০ জেলের মধ্যে এখানো দুইটি ট্রলারের ২৫ জেলের সাথে যোগাযোগ করতে পারেনি মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিল্টন চাকমা বলেন, মিধিলির প্রভাবে বরগুনায় ২০৫ টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সদরে ৬১টি, আমতলীতে ১১টি, তালতলীতে ৫২টি, বামনায় ২০টি, পাথরঘাটায় ২০টি এবং বেতাগীতে ৪১টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা বলে এসব ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। 

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বলেন, একাধারে অতিবৃষ্টিতে চলতি মৌসুমে জেলায় চাষকৃত ১ লক্ষ ৫ হাজার ১৬৪.৭৭ হেক্টর ফসলী জমির মধ্যে ৪৬ হাজার ২২৬.৭৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজার ৯০৪.৩১ হেক্টর ফসলী জমি। 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বরগুনার ২০টি মাছ ধরার ট্রলারসহ ২৫০ জন জেলে নেটওয়ার্কের বাইরে থাকায় তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে নেটওয়ার্কের আওতায় এসে জেলেরা ফোনে জানায় তারা সুন্দরবনে বিভিন্ন খালে ট্রলারসহ নিরাপদে ছিল। তবে সাগরে থাকা বরগুনার ট্রলারগুলোর মধ্যে শুধুমাত্র এলাহি ভরসা ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। ট্রলারটিতে ১৭ জেলে ছিল। এছাড়াও ঝড়ের আঘাতে মায়ের দোয়া নামে একটি ট্রলার ডুবে যায়। এসময় অন্য ট্রলারে জেলেদের সহোযোগিতায় ওই ট্রলারের ১২ জন জেলের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি ৮ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুইটি উদ্ধারকারী ট্রলার সুন্দরবন ও সাগরে নিখোঁজ জেলেদের সন্ধানে বের হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ে ৫০০ বান্ডিল ঢেউটিনের জন্য লিখিত ভাবে জানানো হয়েছে। বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরন করা হবে।

অপু



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow