নড়াইলে ২০০ জন শীতার্থদের কম্বল দিলেন সাবেক মেয়র জুলু

২৮ জানুয়ারি, ২০২৫ - রাত ১০:৫২
 0  482
নড়াইলে ২০০ জন শীতার্থদের কম্বল দিলেন সাবেক মেয়র জুলু

নড়াইলে শীতার্থদের ২০০ জনের মাঝে কম্বল বিতরণ সংখ্যার দিক থেকে নারী উপকারভোগী ছিলো চোঁখে পড়ার মতো। শহরের আলাদাতপুস্থ সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিঃসহ সভাপতি মোঃ জুলফিকার আলী মন্ডলের নিজস্ব অফিস কক্ষে সোমবার রাতে এ কম্বগুলি বিতরণ করা হয়।কম্বল পেয়ে খুশি পৌর এলাকার ২০০ শিতার্থ মানুষ। জুলফিক্বার আলী জানান,তার কাছে ছোট ভাই ব্যাংক কর্মকর্তার দেওয়া ২০০ কম্বল সমাজের অসহায় শ্রেনীর শিতার্থদের মাঝে বিতরণের জন্য প্রদান করায় ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি সমাজের বৃত্তবানদের এহেন কর্মতান্ডে এগিয় আসার আহ্বান জানান।

 কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ,পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক জাবেদুল হক জনি,পৌরসভার ৬ নং ওয়ার্ডের সহ সভাপতি রবিউল হাসান ( লটু ) ০৭ ওয়ার্ডের সহ সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা জাকির হোসেন,জেলা তরুণদলের সভাপতি মোঃজিরু শেখ,পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ দপ্তর সম্পাদক ফাহিম ফয়সাল হৃদয়,জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হিরক,সমাজকর্মী রানা ফেরদৌসসহ প্রমুখ।

উল্লেখ্য,ব্যাংক কর্মকর্তা মোঃমোতাছিম বিল্লাহ সিজনের নিজস্ব অর্থায়নে কম্বলগুলো তাহার জন্মস্থান নড়াইলের মানুষ কে শীতের কষ্ট লাগব করতে সহায়তা করবে বলে মনে করে উপস্থিত নেত্রীবৃন্দ। এ সময় নড়াইল প্রেসক্লাবের বিভিন্ন মিডিলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।