নড়াইল জেলা আইনজীবী সমিতির দায়িত্ব হস্তান্তর, গ্রহণ ও শপথ অনুষ্ঠিত

নড়াইল জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর, গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০৩ ফেব্রুয়ারী সমিতির কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অ্যাড. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাড. নেওয়াজ মাহমুদ তুহীন ও কার্যনির্বাহী সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি উত্তম কুমার ঘোষ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বাগচি। এসময় বক্তব্য প্রদান করেন নব নির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. মো. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাড. নেওয়াজ মাহমুদ তুহীন, সিনিয়র আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, অ্যাড. আজিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলার সিনিয়র আইনজীবী অ্যাড. শেখ তায়েব আলী আসাদ, অ্যাড. এস এম অলিউর রহমান ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান এবং আইন পেশার মর্যাদা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। এছাড়া একটা ডিজিটাল লাইব্রেরী স্থাপনের প্রস্তাব করেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি বলেন, সকলের পরামর্শ নিয়ে কিভাবে সমিতির উন্নয়ন করা যায়, সেগুলো করার চেষ্টা করবো। এছাড়াও বিজ্ঞ আইনজীবীদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
উল্লেখ গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবন মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে সভাপতি অ্যাড. মো. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহীন, সহসভাপতি পদে বিএম মতিউর রহমান, সহসাধারণ সম্পাদক পদে মো. টুটুল শিকদার, গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট, নির্বাহী সদস্য’র পাঁচ পদে অ্যাড. মিলিনা খানম (মিলি সিদ্দিকী) নাজাতুন নেছা মুক্তি, মো. জাহিদুল ইসলাম প্রিন্স, মো. শিমুল ফকির ও এসএম ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত সভাপতি অ্যাড. মো. তারিকুজ্জামান লিটু সাংবাদিকদের বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইল ইউনিটের সভাপতি ও নড়াইল জজ কোর্টের পিপি অ্যাড. এস এম আব্দুল হকের নেতৃত্বে এ বিজয় অর্জিত হয়েছে।