ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে নড়াইল বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত

২৪-এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে নড়াইল সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫) জুলাই বিকাল ৫টার দিকে নড়াইল সদর উপজেলা ও নগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বিশাল বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর দলীয় কাযালয় সামনে এক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক। সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন নগর বিএনপির সভাপতি তেলায়ত হোসেন বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান। এসময় নেতাকর্মীরা জানান, জুলাইয়ের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার রুখে দিয়ে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। বক্তারা আরও বলেন, “২৪ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস বহন করে। আজ আবার সেই গণতন্ত্র হুমকির মুখে।
সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।” এ সময় জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা
ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সহ সভাপতি মো: আল আমিন, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্য সচিব আরিফুজ্জামান মিলন উপস্থিত ছিলেন।