নড়াইলে " জুলাই বিপ্লব চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ " ফুটবল খেলা অনুষ্ঠিত

নড়াইলের সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে যুব জামায়াতের উদ্যোগে শুক্রবার (৮ আগস্ট) জুলাই বিপ্লব চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন আরো উপস্থিত ছিলেন যুব জামায়াতের নড়াইল জেলা সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিন।
সভাপতিত্ব করেন মাওলানা হাসান আলী। এছাড়াও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অনেকে বলে বেকার যুবকরা দেশের জন্য অভিশাপ; আমি বলি, তারা দেশের সম্পদ—তাদের শুধু সঠিকভাবে পরিচালনা করতে হবে।”
খেলাটির উদ্বোধন করেন যুব জামায়াত নড়াইল জেলা সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিন।