নড়াইলে সাংবাদিককে যুবলীগ নেতার প্রাণনাশের হুমকি, থানায় জিডি

৬ সেপ্টেম্বর, ২০২৫ - বিকাল ৫:৪৩
 0  356
নড়াইলে সাংবাদিককে যুবলীগ নেতার প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নড়াইলে সাংবাদিক মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন যুবলীগ নেতা বাবলু মোল্লা।

এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী সাংবাদিক নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সাংবাদিক মোস্তফা কামাল আর টিভির নড়াইল প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।

অপরদিকে অভিযুক্ত বাবলু মোল্লা নড়াইল সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় বাবলু মোল্লা প্রকাশ্যে সাংবাদিক মোস্তফা কামালকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। তিনি প্রতিবাদ করলে বাবলু মোল্লা মারধরের চেষ্টা করে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে সাংবাদিক মোস্তফা কামাল বলেন, “যুবলীগ নেতা বাবলু মোল্লা যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই আমি থানায় জিডি করেছি। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা বাবলু মোল্লা বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।”

ঘটনার বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, “ঘটনার পর থানায় একটি জিডি হয়েছে। জিডি নম্বর-২৩৫, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৫। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”