নড়াইলে শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩৭ মন্ডবে আনসার সদস্য থাকবে ১৫১২

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজা মণ্ডপসমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের মাঠে এ বাছাই কার্যক্রম চলে । বাছাই কার্যক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুল আবছার,সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, শুভমালাকার, উপজেলা আনসার কমান্ডার তরিকুল ইসলামসহ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদারসহ উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা উপস্থিত ছিলেন। এ সময় প্রশিক্ষণ সনদপত্র, এভিএমআইএস সফটওয়্যার এন্ট্রি এবং জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। বাছাই অনুষ্ঠানে ৮০০-৮৫০ জন আনসার-ভিডিপি সদস্য উপস্থিত হন । এর মধ্য থেকে ৭২৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যকে বাছাই করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট কার্যালয় সূত্রে জানা যায়,নড়াইল সদর উপজেলায় মোট ২৩৭টি পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ১৫১২জন পুরুষ ও মহিলা আনসার ও ভিডিপি সদস্য নিয়োগের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে মাইকিং লিফলেট বিতরন ব্যানার ফেন্টুন সহ সোস্যাল যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কঠোরভাবে নির্দেশ প্রদান করেন যে, যেকোনো ধরনের দালাল চক্রের মাধ্যমে আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে এবং ভুয়া বা জাল সনদপত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আনসার ও ভিডিপি প্রশিক্ষণ সনদ ব্যতীত কাউকে পূজা দায়িত্বে মোতায়েন করা হবে না।