নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজে শিবিরের নবিন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

সংগ্রাম আর সাহসী জীবন ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন” এ প্রাণময় স্লোগানকে সামনে রেখে নড়াইলে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও ক্যারিয়ার গাইড প্রোগ্রাম ২০২৫।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কলেজের মাল্টিপারপাস হলরুমে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল আলম, নড়াইল জেলা সভাপতি এসএম সালাউদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল অধ্যাপক রবিউল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা।
নবীন শিক্ষার্থীদের বরণে ছিল ভিন্নধর্মী আয়োজন। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষামূলক বই উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উচ্ছ্বাসে ভরা নবীনরা বরণীয় এ আয়োজনকে স্মরণীয় করে তুলেছে। বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। সংগ্রাম ও সাহসিকতার মধ্য দিয়েই গড়ে উঠবে জ্ঞানভিত্তিক সমৃদ্ধ ভবিষ্যৎ।
সৎ, মেধাবী ও আলোকিত নেতৃত্ব গড়ে তুলতে তোমাদের এগিয়ে আসতে হবে।” আলোচনা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রোগ্রামটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল।