নড়াইলে “নোয়াগ্রাম দক্ষিণপাড়া ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

১৮ অক্টোবর, ২০২৫ - রাত ৭:৪৭
 0  409
নড়াইলে  “নোয়াগ্রাম দক্ষিণপাড়া ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় কালিয়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন এর নোয়াগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয় ।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় যাদবপুর ফুটবল একাদশ বনাম রিয়াল স্মৃতি সংঘ, লক্ষ্মীপুর। দুর্দান্ত পারফরম্যান্সে যাদবপুর ( ২–০)  গোলের ব্যবধানে রিয়াল স্মৃতিকে পরাজিত করে শিরোপা অর্জন করে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, সাহিদর রহমান সোল্যা, রফিকুল ইসলাম বাচ্চু, মিঠুনের রহমান বাবুল, আমিরুল ইসলাম হেনরি, শাহাজাহান মোল্যা ও মোঃ উপজল মোল্যা প্রমুখ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন সেলিম রেজা জিয়ার মোল্যা। ফাইনাল ম্যাচ ঘিরে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকে। দর্শকদের উচ্ছ্বাস, সমর্থকদের শ্লোগান আর খেলোয়াড়দের লড়াকু মনোভাবের কারণে পুরো ম্যাচজুড়ে ছিল তুমুল উত্তেজনা। খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রাণবন্ত।