বরগুনা-২ আসনে নৌকার মনোনয়ন কিনলেন সুভাষ চন্দ্র হাওলাদার

Nov 19, 2023 - 20:55
 1
বরগুনা-২ আসনে নৌকার মনোনয়ন কিনলেন সুভাষ চন্দ্র হাওলাদার

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে প্রার্থী হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।

রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। 

এসময় তার সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের নেতাকর্মীসহ বরগুনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহোযোগি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সহ বরগুনার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

সুভাষ চন্দ্র হাওলাদার বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্যর দায়িত্ব পালন করছেন। এছাড়াও এর আগে তিনি যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দুই যুগের মতো সময় ধরে তিনি বরগুনার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের ভীড়ে তিনি বর্তমানে স্থানীয় জনপ্রিয়তা ও সুনামের শীর্ষে রয়েছেন। 

সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, ‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের সহযোগী হয়ে বরগুনাকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে সাধ্যমতো কাজ করে যাচ্ছি। জনগণের পাশে থেকে আরও কাজ করার জন্যই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার বিশ্বাস দল এবং সাধারণ মানুষের জন্য আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।

তিনি আরও বলেন, ‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার কারনে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। মানুষ নানান সুযোগ সুবিধা পাচ্ছে। দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকার মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ নভেম্বর) সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ।

অপু