মায়ের সঙ্গে ধান কাটা মেশিনে দেখতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু !

May 22, 2024 - 20:23
 0
মায়ের সঙ্গে  ধান কাটা মেশিনে দেখতে  গিয়ে  বজ্রপাতে ছেলের মৃত্যু !

 বরগুনা পৌরসভার শিপেরখাল নামক এলাকায় বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম রিফাত (১২)। সে শিপেরখাল এলাকার মাহাবুব হোসেনের ছেলে। নিহত রিফাত ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

বুধবার (২২ মে) বিকাল পৌনে চারটার সময় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, রিফাত তার বাবা মায়ের সঙ্গে বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করছিল। এসময় তার বাবা মা রোদ দেয়া ধান ঘরে তুলতে ছিল। হঠাৎ করে বজ্রপাতটি রিফাতের কাছাকাছি পড়ে।

মৃতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রিফাত তার মা সীমা বেগমের সঙ্গে বাড়ির পাশে নিজেদের জমিতে হারবেষ্টার মেশিনে ধান কাটা দেখতে যায়। তখন আকাশ মেঘলা ছিল। হালকা বৃষ্টির সঙ্গে শুরু হওয়া বজ্রপাত হঠাৎ মায়ের সামনেই রিফাতের শরীরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুজন মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় আশপাশে থাকা লোকজন ছুটে এসে তাদের দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। সীমা বেগম বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। বরগুনা থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, পৌরসভার ৩নং ওয়ার্ডের সোনাখালী শীপেরখাল এলাকায় রিফাত নামের এক শিশুর বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়েছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow