নড়াইলের বৃহত্তম পশুর হাটে শুরু হলো কোরবানির পশু বেচা-কেনা

১১ জুন, ২০২৪ - রাত ১২:৩৮
 0  1.2k
নড়াইলের বৃহত্তম পশুর হাটে শুরু হলো কোরবানির পশু বেচা-কেনা
নড়াইলের বৃহত্তম পশুর হাটে শুরু | ফটো: এশিয়ান সমান

ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইল গারুচিরারা উপশহরের পশুর হাটে নড়াইলের আশপাশের এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে কোরবানির পশু। আরো বিস্তারিত!

নড়াইল পৌরসভার বৃহত্তম নতুন পশুর হাট, গারুচিরারা উপশহরে, গত বৃহস্পতিবার ৬ জুন প্রথমবারের মতো জমে উঠল কোরবানির পশুর হাট। আশপাশের জেলা থেকে আসা গরু-ছাগল নিয়ে ক্রেতা-বিক্রেতারা আগেভাগেই লেনদেনে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রথম দিনের হাটের অভিজ্ঞতা ও প্রস্তুতির আলোকে, আগামী বৃহস্পতিবার ১৩ জুন আবারও হাট বসতে চলেছে, যা কোরবানির পশু কেনাবেচার মূল হাট হিসেবে বিবেচিত হবে। এছাড়াও ঈদ উল আযহা উপলক্ষে ১৫ এবং ১৬ই জুন শনিবার এবং রবিবার অতিরিক্ত আরও দুইদিন হাট চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবারের হাটে সাধারণ খামারি বা পশুপালক ও ব্যবসায়ীরা বিভিন্ন হাট বা স্থানীয় বাড়ি থেকে গরু-ছাগল কিনে কিছুটা মুনাফার আশায় নড়াইলের নতুন পশুর হাটে এনেছিলেন। হাটের প্রথম দিন হলেও, অনেক ক্রেতাই আগেভাগে এসেছিলেন পশু দেখতে ও দরদাম করতে। বিশেষ করে যাদের পশু রাখার জায়গা আছে, তারা ঝামেলা এড়াতে আগেভাগেই গরু ও ছাগল কিনতে পছন্দ করেছেন।

নড়াইল পৌরসভার নতুন এই হাটকে কেন্দ্র করে আশপাশের এলাকা থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রথম দিনেই ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ে হাট জমে উঠেছিল। ক্রেতারা জানিয়েছেন, নতুন হাট হওয়ায় সুবিধাজনক স্থানে পশু কিনতে পারার অভিজ্ঞতা ছিল নতুন ও ইতিবাচক।

ব্যবসায়ীরা আশা করছেন, আগামী ১৩ জুন বৃহস্পতিবারের হাটে আরও বেশি ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি থাকবে, যা হাটকে পুরোপুরি জমজমাট করে তুলবে। প্রথম হাটের সফলতার পর, দ্বিতীয় হাটের প্রস্তুতিও চলছে জোরেশোরে। কোরবানির ঈদের আগের এই সময়ে নড়াইলের নতুন পশুর হাট ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এছাড়াও ঈদ উল আযহা উপলক্ষে ১৫ এবং ১৬ই জুন শনিবার এবং রবিবার হাটের কার্যক্রম চালু থাকবে, পশু ক্রয় বিক্রয় চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই হাটটি প্রতি বৃহস্পতিবারে ধারাবাহিকভাবে চলবে, যা এলাকার অর্থনৈতিক কার্যক্রমে একটি নতুন দিক উন্মোচিত করবে বলে আশাবাদী এলাকাবাসী। হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে পানি ও ছায়া ব্যবস্থা রাখা হয়েছে। দূর থেকে ক্রেতা এবং খামারি যানবাহনে আসলে অথবা যানবাহন নিয়ে আসলে তা পার্কিং করে রাখার ব্যবস্থা রয়েছে।

হাটের ব্যবস্থাপকরা জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বিভিন্ন ধরনের সুবিধা যুক্ত করা হবে, যেমন পশুর চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। কোন কারনে পশু হাটে বিক্রয় না হলে তা বিনামূল্যে হাটে নিরাপদে রাখার ব্যবস্থা। এতে করে হাটের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও ক্রেতা-বিক্রেতাদের জন্য সুবিধাজনক হবে।

এছাড়াও, হাটের প্রবেশ ও বাহির পথকে সুশৃঙ্খল ও যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটের পরিচালনাকারী সদস্যগণ সার্বক্ষণিক তৎপর রয়েছে যাতে হাটের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হতে পারে।

ভিডিওটি সংগ্রহ করা হয়েছে: মোঃ মেহেদে হাসান তামিম এর ফেসবুক প্রোফাইল থেকে ! মোবাইল ধারণকৃত নড়াইলের বৃহত্তম পশুর হাটের প্রথম দিনের ভিডিও