নড়াইলে বুদ্ধিজীবী দিবসে ছাত্রদলের নানা আয়োজন

১৫ ডিসেম্বর, ২০২৪ - সকাল ৭:৪৭
 0  445
নড়াইলে বুদ্ধিজীবী দিবসে ছাত্রদলের নানা আয়োজন

নড়াইলে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নড়াইলে বুদ্ধিজীবী দিবসে ছাত্রদলের নানা আয়োজন করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখা আয়োজনের মধ্যে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে  ভিক্টোরিয়া মাল্টিপারপাস হল রুমে  আলোচনা সভা হয়। ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসানে সভাপতিত্বে এবং সদস্য সচিব হামিদুল হক তনুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস। প্রধানবক্তা ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার  মাহমুদুল হাসান সনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক নিশান, সাংগঠনিক সম্পাদক রুবাইয়েত তুরশেদ সাথীল, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হিরোক, দপ্তর সম্পাদক ইফতেখার এনাম নাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দুর্জয় খান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায় মিনহাজুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।