নড়াইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা
![নড়াইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা](https://www.asiansomoy.com/uploads/images/202412/image_870x_67741f6e22634.webp)
নড়াইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে নড়াইল প্রেসক্লাবের আয়োজনে নড়াইল প্রেসক্লাব অডিটোরিয়ামে নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা দেওয়া হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার, কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন ডাঃ মো: আব্দুর রশিদ, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওঃ ওবায়দুল্লাহ কায়সার, নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনসহ নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
![like](https://www.asiansomoy.com/assets/img/reactions/like.png)
![dislike](https://www.asiansomoy.com/assets/img/reactions/dislike.png)
![love](https://www.asiansomoy.com/assets/img/reactions/love.png)
![funny](https://www.asiansomoy.com/assets/img/reactions/funny.png)
![angry](https://www.asiansomoy.com/assets/img/reactions/angry.png)
![sad](https://www.asiansomoy.com/assets/img/reactions/sad.png)
![wow](https://www.asiansomoy.com/assets/img/reactions/wow.png)