কয়রা থানায় ওসি ইমদাদুল হকের যোগদানের পর এলাকার আইন শৃঙ্খলার উন্নতি

Dec 12, 2024 - 19:46
 0
কয়রা থানায় ওসি ইমদাদুল হকের যোগদানের পর  এলাকার   আইন শৃঙ্খলার উন্নতি
কয়রা থানায় ওসি ইমদাদুল হকের যোগদানের পর এলাকার আইন শৃঙ্খলার উন্নতি

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ ই আগস্ট ২০২৪ শেখ হাসিনার সরকারের পতন হলে খুলনার জেলার কয়রা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই উত্তপ্ত ও অস্বাভাবিক হয়ে ওঠে। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে এলাকার কিছু দুষ্কৃতী ব্যক্তিরা নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়াতে থাকে ।

 পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীদের হস্তক্ষেপে এলাকার  পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাধারণের মধ্যে  চাপা আতঙ্ক কাজ করছিল।এ অস্বাভাবিক  পরিস্থিতি   কয়রা থানা পুলিশেকে  সামাল দিতে বেশ হিমশিম খেতে হয়েছে।

  বর্তমানে দায়িত্বে থাকা কয়রা  থানা ইনচার্জ জিএম ইমদাদুলকের যোগদানের পর  এ উপজেলার  আইন শৃঙ্খলা পরিস্থিতি  নিয়ন্ত্রণ সহ  জনমনে  স্বস্তি ফিরেছে।

 সূত্রে  জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ হিসাবে জি এম ইমদাদুল হক ২০২৪ সালের ১১ নভেম্বর যােগদান করাছে।যোগদানের পর পরই তিনি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে  তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন,  সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের সাথে  পৃথক পৃথকভাবে আলাপ আলোচনা করেন। তিনি  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাবাভীক রাখতে তার নেতৃত্ব পুলিশ বাহিনী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। থানা তথ্যনুযায়ী জানা গেছ, গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৫১ জন আসামীর গ্রপ্তারী পরওয়ানা তামিল করা হয়েছে। বডি প্রেরন করা হয়েছে জিআর-৫ ও সিআর-৩৬ টি মােট ৪১ টি। ১৫ টা মামলা নিস্পত্তি হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী আটক হয়েছে ৩ জন, মাদক মামলা হয়েছে ৬ টি, আসামী আটক হয়েছে ৭ জন, গাজা জব্দ করা হয়েছে ৯৩৫ গ্রাম, ইয়াবা জব্দ করা হয়েছে ৬০ পিচ। নভেম্বর মাসে মামলা হয়েছে ১৫ টি। বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গােলাম রব্বানী বলেন, মানুষ বিপদে পড়ে থানা অফিসার ইনচার্জের কাছে গেলে তিনি মনােযােগ সহকারে তাদের কথা শােনেন এবং শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। বিশেষ করে জুলাই-আগস্টের বিপ্লবের পর ভেঙ্গে পড়া আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ছিলাে কঠিন একটা কাজ। তিনি তার মেধা ও যােগ্যতার মাধ্যমে আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে দক্ষতার সাথে মােকাবলা করে আইনশৃঙ্খলা স্বাবাভিক পর্যায়ে নিয়ে আসায় জনমনে স্বস্তি ফিরে এসছে। 

 কয়রা উপজেলা  বিএনপি'র  যুগ্ম আহবায়ক এম এ হাসান বলেন,  বর্তমান  কয়রার  আইন-শৃঙ্খলার পরিস্থিতির  উন্নতি হয়েছে এবং মানুষের মধ্যে  অনেকটা  স্বস্তি ফিরেছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আমাদের সংগঠন সর্বক্ষণ জনগণ ও প্রশাসনের সহযোগিতায় আছে।

 কয়রা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেন, পুলিশ জনগণের বন্ধু জনগণের  জানমাল রক্ষা সহ এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের সংগঠন  সর্বক্ষণ পুলিশকে সহযোগিতা করে আসছে। আগের চেয়ে কয়রার আইন-শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়েছে সাধারণের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম শরিফুল আলম বলেন, বর্তমান থানা ইনচার্জ  যােগদান করার পর মানুষ সুবিচার পাচ্ছে। দল মত নির্বিশেষে সকলে ন্যায় বিচার ও সমান সুযােগ-সুবিধা ভােগ করছে। এই পরিবর্তন হয়েছে তিনি যােগদান করার পর থেকে। সেজন্য তিনি মানুষের কাছে আস্তা অর্জন করতে সক্ষম হয়েছেন। 

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, আমি যােগদান করার পর থেকে বর্তমান ধান কাটার মৌসুম শুরু হয়েছে। বিতর্কিত ধানের জমিতে ধান-কাটাকাটির ব্যাপারে কােন অভিযােগ হলে বাদি-বিবাদীর সম্মিতে আইনগত ভাবে সমস্যার সমাধান করা হচ্ছে। জনগনের সেবাই পুলিশের ধর্ম। পুলিশ সুপারের নির্দশে শান্তিপূর্ণ ভাবে মানুষের সেবা অব্যহত রাখছি। উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের জন্য আমার দরজা সব সময় খােলা। কােন মানুষ বিপদে পড়লে বা হয়রানীর স্বীকার হলে সরাসরি আমাকে জানাবেন আমি সমস্যার সমাধানের চেষ্ঠা করবাে। পুলিশের ওপর মানুষর আস্থা ও বিশ্বাস ফিরে আনাই আমার লক্ষ। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাবাভিক রাখতে সকলের সহযােগিতা কামনা করেছেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow